ফাইল ছবি
ওয়ারী হাটখোলা এলাকায় ফ্ল্যাট নিয়ে বিরোধের জেরে আলামিন ভূঁইয়া (৪২) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ সকালে এ ঘটনা ঘটে। তার স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। বেলা ১২টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়।
নিহতের স্ত্রী মুনমুন অভিযোগ করে বলেন, তারা প্রায় দেড় বছর আগে রিপন নামে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু ফ্ল্যাট প্রস্তুত হলেও তা বুঝিয়ে দিচ্ছিলেন না। এসব নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। বুধবার সকালে হাটখোলা এলাকায় ফ্ল্যাটের জন্য গিয়েছিলেন আলামিন। এ সময় রিপন তার লোকজন নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে।