করোনার কারণে এক বছর বন্ধ থাকার পরে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন দর্শনার্থীরা।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব, সচিব এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিবকে (পিএস) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রত্যেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পক্ষে তাদের একান্ত সচিব (পিএস) প্রতিদিন সর্বোচ্চ ১০টি করে পাস ইস্যু করতে পারবেন। আর মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব, সচিবদের পক্ষে তাদের একান্ত সচিবরা সর্বোচ্চ ৫টি করে পাস দিতে পারবেন। এছাড়া অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবরা প্রতিদিন সর্বোচ্চ ৫টি করে দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৪ জানুয়ারি সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগেও একাধিকবার করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। তবে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা নিষেধাজ্ঞার বাইরে ছিল।