শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও ট্রাকসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম ফরহাদ ফরাজী, মোঃ নুর আলম ওরফে রুবেল, মোঃ মেহেদী হাসান ও শাহাবুল মিয়া। এ সময় তাদের হেফাজত হতে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি ট্রাক জব্দ করা হয়।
রবিবার রাতে ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম।
শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকায় কয়েকজন ব্যক্তি ট্রাক ও মোটরসাইকেলসহ ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ফরহাদ, রুবেল, মেহেদী ও শাহাবুলকে গ্রেফতার করা হয়। পরে ট্রাক ও তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় ফেন্সিডিল বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে বলে ডিএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।