আগামী ১৬ মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবী সভায় প্রার্থীদের তালিকা চুড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে নৌকা প্রতীক যারা পেয়েছেন তারা হলেন- ঈশান গোপালপুর ইউনিয়নে শহিদুল ইসলাম মজনু, কানাইপুর ইউনিয়নে ফকির মো. বেলায়েত হোসেন, চরমাধবদিয়া ইউনিয়নে তুহিনুর রহমান খোকন মন্ডল, নর্থ চ্যানেল ইউনিয়নে মোহাম্মদ মোফাজ্জেল হোসেন, আলিয়াবাদ ইউনিয়নে ওমর ফারুক ডাবলু, ডিক্রিরচর ইউনিয়নে আনোয়ার হোসেন আবু, মাচ্চর ইউনিয়নে মো. রিজন মোল্যা, অম্বিকাপুর ইউনিয়নে আবু সাঈদ চৌধুরী বারী, কৃষ্ণনগর ইউনিয়নে একে এম বাহারুল আলম বাদশা, কৈজুরী ইউনিয়নে ফকির মো. ছিদ্দিকুর রহমান ও গেরদা ইউনিয়নে শাহ মো. এমার হক।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ। ২০ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই। ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।