মূলঃ Bradbury, Fahrenheit 451
“তোমার চোখকে বিস্ময় দিয়ে পূর্ণ করো, সে বলেছিল, এমনভাবে বাস করো, যেন দশ সেকেন্ডের মধ্যে মৃত্যু হলেও তোমার কোনো দুঃখ না থাকে। পৃথিবীকে দেখো। এটা তোমার যেকোনো স্বপ্ন বা ফ্যাক্টরিতে তৈরি করা যে কোনো উদ্ভাবনের চেয়ে অনেক বেশি অসাধারণ।” সূএ : ডেইলি-বাংলাদেশ