আজ রোজমেরী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, আমিন উদ্দিন খন্দকার মার্কেট মাদানী এভিনিউ (১০০ ফিট রোড) নতুন বাজার, ভাটারা, ঢাকায় জাতীয় পার্টির আয়োজনে এতিমদের সঙ্গে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্টিত হয়।
এতিমদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা যেনো ভালোভাবে রমজান পালন করতে পারে। সেজন্য সরকারের এবং নায্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতর রাখতে সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে ধনী ব্যক্তিদের সমাজের গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারমানের আইন ও রাজনৈতিক উপদেষ্টা রুবায়েত হাসান, জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব মেজর (অব:) আনিসুর রহমান, কমিটির সদস্য মেজর (অব:) শিবলী মো. সাদিক, পীরজাদা সৈয়দ যোবায়ের আহম্মেদ, মো. গোলাম মোস্তফা পাইয়াল, মো. বজলুর রহমান পাটওয়ারীসহ প্রমুখ।