নাটোর সিংড়া কোর্ট মাঠে রোববার দিবাগত রাতে “কনসার্ট ফর সেফার ইন্টারনেট”-এ অংশ নিয়েছে দেশের ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাইলস।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজেও ভালো গান করেন। এবার অংশ নিলেন মাইলসের সঙ্গে।
[৪ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়, তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়…। সিংড়া কোর্ট মাঠে লিজেন্ডারি ব্যান্ড মাইলস ও আমার প্রাণের চলনবিলের সংগ্রামী মানুষদের সাথে গাইলাম জনপ্রিয় গান “ফিরিয়ে দাও”।