ঝালকাঠিতে পূর্ব বিরোধের মীমাংসা করার কথা বলে ডেকে ৫ যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সদর উপজেলার লালমোন সাইক্লোন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে প্রাথমিক চিকিৎসা দিলেও ৩ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
আহতদের স্বজনরা জানান, কয়েকদিন আগে নাগপাড়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে রাকিবের সঙ্গে লালমোন গ্রামের পলাশ সিকদারের বিরোধ হলে স্থানীয়রা মিটমাট করে দেন। মঙ্গলবার রাত ৮টার দিকে পলাশ সিকদার ও তার ভাই রহমান সিকদার রাকিবকে ফোন করে মীমাংসার জন্য তাদের বাড়িতে যেতে বলেন। রাকিব একটি অটোরিকশায় রিফাত (২০), তাওহিদ (২০), রফিক খা (২০) ও সোহাগকে (১৯) নিয়ে লালমোন সাইক্লোন সেন্টারের সামনে পৌঁছানো মাত্রই ধারালো অস্ত্র নিয়ে পলাশ সিকদার ও রহমান সিকদারসহ ৩-৪ জন হামলা চালায়।
এলোপাথাড়ি কুপিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে ও চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে পোনাবালিয়ার ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেন জানান, কয়েকদিন আগে রাকিবের সঙ্গে পলাশের ঝগড়া হলে স্থানীয়রা বিষয়টি মিটিয়ে দিয়েছিল। তাদের মধ্যে আজ আবার কেন সংঘর্ষ হলো বুঝলাম না।
ঝালকাঠি থানা পুলিশ খবর পেয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে আহতদের নাম সংগ্রহ করেছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ।