বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডের পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলো, নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া গ্রামের আবু তালেবের ছেলে সিএনজিচালক হেফজুল ইসলাম (৪৫), নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মিনহাজুল রহমান (২২) ও ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নন্দীগ্রাম হতে যাত্রীবাহী সিএনজি বগুড়ার দিকে যাচ্ছিল। সকাল সাাড়ে ৭ টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী একটি পিকআপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। এছাড়া আরো তিনজন আহত হন।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।