ছবি সংগৃহীত
২০১৭ সালে বার্সেলোনা থেকে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে ফ্রান্সের মাটিতে পা রেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে সম্প্রতি আলোচিত নেইমার-পিএসজি সম্পর্কে ভাটা পড়ার খবর। এদিকে গণমাধ্যমে উঠেছে ফরাসি ক্লাবটি ব্রাজিলিয়ান তারকাকে আর রাখতে চাচ্ছে না। অপরদিকে এমন খবরের পর ব্রাজিল তারকাকে দলে ভিড়াতে উঠে লেগেছে ইংলিশ ক্লাবগুলো। ইতিমধ্যে গণমাধ্যমে খবর আসছে চেলসি মালিকের সাথে দেখা করেছেন তার এজেন্ট।
এদিকে ব্রাজিলের তারকা নেইমারের চলতি মৌসুমটা ভালোই যাচ্ছিল না। একেতো ইনজুরি পিছু ছাড়ছে না এই তারকার তার ভিতর কিলিয়ান এমবাপের সাথে সম্পর্কের দ্বন্দ্ব। সব নিয়ে নেইমার পিএসজি সম্পর্কে ফাটল ধরেছে। অপরদিকে সম্প্রতি বায়ার্ন মিউনিখের সাথে হারের পর কোচ জানিয়েছে, এক ছাতার তলায় রাখা যাচ্ছে না তাঁদের।
এছাড়া কোচ জানায়, হতে পারে এমবাপের সঙ্গে অন্য স্ট্রাইকারদের জুড়ে দেওয়া হবে।’ গালতিয়েরর এই কথা থেকে স্পষ্ট, এমবাপেকে ধরে রাখতে চান তাঁরা। তবে কি নেইমার-মেসির জায়গা নড়বড়ে! সেই কারণেই কি অন্য ক্লাবে যাওয়ার কথা ভাবছেন তারা।
অন্যদিকে বিভিন্ন গণমাধ্যম জানায়, গ্রীষ্মে প্যারিস ছেড়ে ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন ব্রাজিলের পোষ্টার বয়। ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এর মধ্যে নাকি একাধিক শীর্ষ ইংলিশ ক্লাবকে নিজের আগ্রহের কথা জানিয়েও রেখেছেন ব্রাজিলিয়ান তারকা।
এছাড়া ইউরোপীয় একাধিক গণমাধ্যম জানায়, নেইমারের প্রতিনিধিরা এরই মধ্যে চেলসি, লিভারপুলসহ একাধিক ইংলিশ ক্লাবের সাথে গ্রীষ্মকালীন দলবদলের কথা জানিয়ে রেখেছে। অন্যদিকে কিছু গণমাধ্যম জানায়, পিএসজির মালিক নাসের আল খেলাইফির সঙ্গে চেলসির মালিক টড বোয়েলির সাথে নেইমারকে নিয়েও আলোচনা হয়েছে। যদি সঠিক আলোচনা হয়ে থাকে, তাহলে আগামী মৌসুমে ব্লুজদের জার্সিতে দেখা