পাকিস্তানে মঙ্গলবার শপথ নিয়েছেন নতুন সরকারপ্রধান শাহবাজ শরিফের মন্ত্রিসভার ৩৪ সদস্য। তবে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার জন্য দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিকে প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু এখনও বিলওয়ালের পক্ষ থেকে মন্ত্রিসভায় যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে মন্ত্রিসভায় বিলওয়াল ঘনিষ্ট হিসেবে পরিচিত দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার থাকছেন।
বুধবার পাকিস্তান থেকে প্রকাশিত দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।
পাকিস্তানে শাহবাজ প্রধানমন্ত্রী হওয়ার এক সপ্তাহ পর মঙ্গলবার যেসব মন্ত্রী শপথ নিয়েছেন, তাদের মধ্যে ছিলেন না বিলওয়াল। সূত্র জানায়, বিলওয়াল এখনও দ্বিধায় রয়েছেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেবেন কিনা।
এরই মধ্যে জানা গেছে, মন্ত্রিসভায় যোগ দেয়ার আগে পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করবেন বিলওয়াল।
বিলওয়ালের যোগ দেয়া নিয়ে যখন অনিশ্চয়তা কাটছে না, ঠিক তখন মঙ্গলবার থেকেই নতুন দায়িত্ব পালন শুরু করেছেন হিনা। এর আগে পিপিপি ক্ষমতায় থাকাকালে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত হিনা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সরকারি সূত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছে, নতুন সরকারের আমলে পাকিস্তানে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে, পশ্চিমের দেশগুলোর সঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক পুনরায় জোরদারের ওপর গুরুত্বারোপ করতে চাচ্ছে নতুন সরকার।
এক কর্মকর্তা জানান, সরকার স্বল্প সময়ের মধ্যে বৈদেশিক নীতিতে কিছু অর্জন প্রত্যাশা করছে; বিশেষ করে ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যাশা করছে।
ইতোমধ্যে নতুন সরকার দুই বার যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়ে বিবৃতি জারি করেছে। ওয়াশিংটনও ভাল সম্পর্কের জন্য নতুন সরকারের ইচ্ছার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। কারণ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস শেহবাজ প্রশাসনের সাথে কাজ করার জন্য তার দেশের ইচ্ছার কথা প্রকাশ করেছেন।
এর আগে হিনা রাব্বানি খার যখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন তার নামের সঙ্গে বিলওয়াল ভুট্টোর নাম জড়িয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। এমনও জল্পনা ছিল যে, তাদের দুজনের মধ্যে ঘনিষ্টতা রয়েছে, যদিও এর তেমন কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি।