মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা পরিচালিত শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতের দেওয়ালিকা প্রকাশের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে
বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণি হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণি কক্ষে এই দেওয়ালিকা প্রকাশের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৬ষ্ট শ্রেণির “শুভ্র শিশিরের কথা” ৭ম শ্রেণি “আত্মজাগরণ” ৮ম শ্রেণি “কঁচিকাচার শীত” ৯ম শ্রেণির “শীতল কোহোলিকা” ও ১০ম শ্রেণির “শুভ্র শিশিরের কথা” শিরোনামে ভিন্ন ভিন্ন নামের দেওয়ালিকা প্রকাশ করেন। পরে আগত অতিথিদের সামনে নিজ নিজ দেওয়ালিকা বিষযবস্তুু উপস্থাপন করেন ক্ষুদে শিক্ষার্থীরা। এসময় দেওয়ালিকা পরিদর্শন করেন প্রধান অতিথি পাঁচবিবি পৌরসভার প্যানের মেয়র মোসাঈদ আল আমিন সাদ।
এসময় আরো উপস্থিত ছিরেন বিদ্যালয়ের অধ্যক্ষ আনিছুর রহমান বাচ্চু, হাকিমপুর সরকারী ডিগ্রী কলেজের অবঃ অধ্যাপক আজাদ আলী, বিদ্যালয়ের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা প্লাবীসহ স্কুলের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
Facebook Comments Box