মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আমদানী নিষিদ্ধ ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সারোয়ার হোসেন(২৫) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রাম হতে তাকে আটক করে। আটক সারোয়ার হোসেন উপজেলার রামভদ্রপুর দাড়ারপাড় গ্রামের লুৎফর রহমানের ছেলে।
থানা সুত্র জানায়, জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনার অংশ হিসাবে এসআই(নিঃ) রাজু আহমেদ সঙ্গীয় ফোর্স সহ কয়া বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উপজেলার সালুয়া গ্রামে আরেফিনের পত্র সুমনের বসত বাড়ীর দক্ষিণে আলুর জমিতে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে আটক করে। আটক সারোয়ার হোসেন কে মাদক দ্রব্য আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।