মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয়ে প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে নব নির্মিত চারতলা ভবনের হস্তান্তর ও শুভ উদ্বোধন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও স্বরামন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
উপলক্ষ্যে আজ শনিবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উক্ত উদ্বোধনী অনুষ্টানে আলহাজ্ব ছলিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও ৭ নং কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম কুমার পাল, জেলা শিক্ষা শিক্ষা প্রকৌশল অফিসের উপ- সহকারী প্রকৌশলী বায়েজিদ বোস্তামী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফ রাব্বানী ইস্তিসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।