মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
সোমবার রাতে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার কালিরবাজার এলাকা হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের বারোকান্দি গ্রামের আবু তাহেরের ছেলে মামুনূর রশিদ মামুন(৩৫) ও কলন্দপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মাহফুজার রহমান নয়ন(২৭)। আজ সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, র্যাবের মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করার সময় উপজেলার কালিরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ তাদের হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।