এই সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা পূজা চেরী। নির্মাতাদের কাছে যেন এক আস্থার নামে রূপান্তরিত হয়েছেন তিনি। বিগ বাজেট, ভিন্ন কোনো প্রজেক্ট মানেই নায়িকা হিসেবে পূজার নাম থাকছে পছন্দের তালিকায়। তারই ধারাবাহিকতায় এ নায়িকা নয়া মিশন শুরু করতে যাচ্ছেন। শুরু হচ্ছে তার নতুন ছবি ‘নাকফুল’র শুটিং। ৫ই এপ্রিল থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হবে ছবিটির শুটিং। আলোক হাসানের পরিচালনায় এ ছবির মাধ্যমে প্রথমবার পূজার সঙ্গে জুটি বাঁধছেন আদর আজাদ। এর আগে শাকিব খানের মেন্টাল, বসগিরি, নোলক এবং যৌথ প্রযোজনার ‘শিকারী’ ছবির সহকারী পরিচালক হিসেবে ছিলেন আলোক হাসান।
সিনেমায় সহকারী পরিচালনাসহ নির্মাণে ৬ বছর ধরে কাজ করে ৪০টির মতো নাটক বানিয়েছেন। জানা গেছে, টানা ২০ দিন শ্রীমঙ্গলে ছবির শুটিং হবে। ছবির বেশির ভাগ শুটিং একটানা শেষ হবে। ‘নাকফুল’-এর গল্প ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। রোমান্টিক ট্র্যাজেডি গল্প নিয়ে নির্মিত হচ্ছে এ ছবি। চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের প্রেমের গল্প। আদর-পূজা ছাড়াও নাকফুল ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌ প্রমুখ। এদিকে পূজার ৪টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো হলো- গলুই, শান, হৃদিতা ও সাইকো। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘গলুই’ সিনেমায় অভিনয় করেছেন পূজা। ছবিটি রোজার ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এটি পরিচালনা করেছেন এসএ হক অলিক। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু। আর সিয়ামের সঙ্গে ‘শান’ সিনেমাটিও ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। পুলিশ-অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। গলুই, শান দু’টি সিনেমা নিয়েই বেশ আশাবাদী বলে জানান পূজা।