ফাইল ছবি
নেত্রকোনায় শিপন মিয়া (৩৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। কারাগার পুলিশ ও স্বজনদের দাবি স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয়েছে শিপনের।
আজ বেলা ১১টার২০মি: দিকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জরুরি বিভাগের চিকিৎসক তাসমিয়া হোসেন অনন্যা এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
কারা পুলিশ ও হাসপাতাল এবং স্বজনদের সূত্রে জানা গেছে, ২০১৮ সালে মাদক বিরোধী অভিযানের সময় গ্রেফতার হয়েছিলেন আলী আহমেদ খান ওরফে শিপন মিয়া।
শিপনের ভাই মনোয়ারুল হক সাবুল ও ভাগ্নে আজিজুল ইসলাম জানান, একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে এতোদিন হাজতেই ছিলেন শিপন। ভাগ্নে জানায় স্ট্রোক করে মারা যাওয়ার খবরে তারা এসেছেন। লাশ নিয়ে যাবেন।
কারা পুলিশ শাহিনুল ইসলাম জানান, গতকাল বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করে তখন থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলো।আজ সকালে স্ট্রোক করলে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।
কারাগারে জেলার না থাকায় পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি জানান, খোঁজ নিয়ে জানাবেন।