আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ইভিএম চায় আওয়ামী লীগ। তবে নির্বাচন কমিশন (ইসি) সামর্থ্য অনুযায়ী ইভিএম দেবে, তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।
আজ বিকেলে রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর খুনিদের যারা পুরস্কৃত করেছে, যারা জয় বাংলা স্লোগান ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল তাদের বিরুদ্ধে খেলা হবে। বিএনপিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা, ৩ নভেম্বর জেল হত্যার জবাব দিতে হবে। বিএনপির প্রধান নেতা বাংলাদেশে নষ্ট রাজনীতির জন্ম দিয়েছিল। এই নষ্ট রাজনীতি থেকে বের হতে না পারলে বিএনপি কোনোদিন আন্দোলন-নির্বাচনে সফল হবে না।
বিএনপি নেতাদের ইঙ্গিত করে সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল, পদ্মাসেতু আপনাদের ক্ষমতায় হয়নি। তাই আপনাদের অন্তর জ্বলে। আমাদের অন্তর্জ্বালা নেই। আমরা জনগণের জন্য কাজ করি। জনগণ আমাদের সঙ্গে আছে, আপনাদের সঙ্গে নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ১০ ডিসেম্বর, ৩০ ডিসেম্বর বিএনপি আন্দোলনের ডাক দিয়েছিল। তাদের আন্দোলন দেখেছি। আন্দোলনের ডাক দিয়ে ফখরুল ও আব্বাস হাসপাতালে চলে যায়। হাসপাতাল থেকে বেরিয়ে আবার আন্দোলনের কথা বলে। তাদের প্রতি অদৃশ্য নির্দেশ আসে টেমস নদীর পাড় থেকে। যারা রিমোট কন্ট্রোলে চলে তাদের ডাকে আন্দোলন হয় না।
এ সময় উপস্থিত ছিলেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু প্রমুখ।