ফাইল ছবি
জয়পুরহাটের আক্কেলপুরে পান্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে নিজ বাড়িতে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ পান্না বেগম আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পান্না বেগমের স্বামী সিরাজুল ইসলাম শবে বরাতের মিলাদ করতে গ্রামের মসজিদে গিয়েছিলেন। তিনি বাড়িতে ফিরে ঘরের ভেতর তার স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয়রা ছুটে এসে ঘরের ভেতর সিরাজুলের স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।