ছবি সংগৃহীত
শাহরুখ খান। যাকে পর্দায় দেখার জন্য প্রতিটা পলকে মরিয়া থাকেন ভক্তরা। বলিউডের একমাত্র রোম্যান্টিক হিরো, যিনি ৬০-এর দরজায় এসেও প্রাসঙ্গিক। শাহরুখ খান এবার নিজেকে নিয়ে এক মজার মন্তব্য করেছেন। ১০ অগাস্ট লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য পার্দো আলা ক্যারিয়েরা অ্যাওয়ার্ড পান শাহরুখ। বর্তমানে সেই ছবি ছড়িয়ে রয়েছে সর্বত্র। শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি। তারই মাঝে এবার ভাইরাল তার মন্তব্য। এবার নিজেকে ‘বানর’ বলে বসলেন শাহরুখ।
সম্প্রতি শাহরুখ খান স্টারডম প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, ‘আমি এমন এক জায়গা থেকে উঠে আসা ব্যক্তি, সেখানে দাঁড়িয়ে যদি আমি মানুষের কাছে পৌঁছতে পারি, সেটাই আমার জন্য অনেক। আমি স্টারডম কখনও বুঝতেই পারি না। আমি শুধু আনন্দ দিতে চাই। আমি বানরের মতো। আপনার জন্য আমি সব কিছু করতে পারি। মানুষ যখন তা পছন্দ করেন, আমি তাতেই খুশি হই। প্রত্যেকের একটা জীবন আছে। কিন্তু আমায় ভালোবাসার জন্য তারা সব করে নেন। স্টারডম এটারই সঙ্গে পাওয়া।
এখানেই শেষ নয়, শাহরুখ আরও বলেন, ‘তারকাখ্যাতি জরুরি নয়। আমি এটাকে শ্রদ্ধা করি। আমি সবাইকে বলি এটাকে আমি চায়ের মতো পান করি। আমার বোঝার কিংবা অধিকার বোধ করার কিছু নেই। যেদিন আমি আনন্দ দিতে পারব না, সেদিন আমি কারও জন্য কিছুই থাকব না। আমি স্টার হওয়ার চেষ্টা করি না। আমি আমার মতো থাকার চেষ্টা করি, পর্দার সামনে ও পিছনে। সূএ: বাংলাদেশ প্রতিদিন