দুদিন ধরে তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হওয়া রাজধানীর নিউমার্কেট এলাকার পরিস্থিতি আজ বুধবার শান্ত রয়েছে। সকাল থেকে যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। এদিন এখন পর্যন্ত সড়কে ব্যবসায়ী, দোকান কর্মচারী ও শিক্ষার্থীদের দেখা যায়নি। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। তবে মার্কেটের দোকানপাট বন্ধ রয়েছে।
সোমবার মধ্যরাতে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল বাধে। রাত প্রায় আড়াইট পর্যন্ত চলে সংঘর্ষ। এর পর বুধবার সকালে শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে রাস্তায় নামলে ব্যবসায়ীরা হামলা চালায়। এর পর থেকে দিনভর তুমুল সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া চলে। রাতেও থেমে থেমে উত্তেজনা দেখা দেয়।
রাত সাড়ে ১০টার পর শিক্ষার্থী, ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা সড়ক থেকে সরে গেলে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে কিছু যানবাহন চলতে শুরু করে।
বুধবার সকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। তবে নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলো খোলেনি।
এদিকে দুদিনের সংঘর্ষে অন্তত ২০০ শিক্ষার্থী এবং ছয় জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামে এক পথচারী মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার হারুন অর রশীদ সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের বলেন, ‘এলাকার পরিস্থিতি আজ শান্ত রয়েছে। বিবদমান কোনো পক্ষকে সড়কে দেখা যায়নি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।’