নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের
তিনি বলেছেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা বারবার হামলার শিকার হচ্ছেন। এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না। গণমাধ্যমের কণ্ঠরোধ করতেই সাংবাদিকদের ওপর হামলা চালানো হচ্ছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সিলেট বিভাগীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, গণমাধ্যম কর্মীদের ওপর হামলা হচ্ছে মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ করা।
মাহে রমজানের পবিত্রতা ভেঙে যারা সন্ত্রাস ও নৈরাজ্য করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, মোহাম্মদ আতিকুর রহমান আতিক প্রমুখ