বাংলাদেশের নারী ফুটবলের পৃষ্ঠপোষক হলো এবিজি বসুন্ধরা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের এমডির বাসভবনে এবিজি লিমিটেড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়। তিন বছর মেয়াদী চুক্তি শেষ হবে ২০২৫ সালে। এবিজি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং বাফুফের নারী ফুটবল দলের পক্ষে মাহফুজা আক্তার কিরন চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সত্যিকার অর্থে স্পোর্টস লাভার। সেটা না হলে আজকের এই সাইনিংটা হতো না। আনভীর ভাই (বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর) আমাদের কমিটমেন্ট করেছিলেন, সেটা উনি রাখলেন।’
বাফুফের সহ সভাপতি মহিউদ্দীন আহমেদ মহী বলেছেন, ‘বসুন্ধরা গ্রুপের সহযোগিতা আমদের অনুপ্রাণিত করবে। আশা করি, বসুন্ধরা গ্রুপের সম্পৃক্ততায় মেয়েদের ফুটবল অনেকদূর এগিয়ে যাবে।
বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান বলেছেন, ‘বসুন্ধরা গ্রুপ একটা ক্রীড়া পরিবার। তারা বাংলাদেশের খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আন্তর্জাতিক অঙ্গনে ভালো কিছু অর্জন করার একটা মিশন নিয়েছে। তারা শেখ জামাল, শেখ রাসেল, হকি, তায়কোয়ান্দো, গলফ ইত্যাদি অনেক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করছে। আজকে আমাদের স্বপ্ন পূরণের সম্প্রসারিত রূপ। বাংলাদেশের মেয়েরা সাফল্য পাচ্ছে। এই সাফ্যল্যটকে আরও সামনে এগিয়ে নিতে চাই। বসুন্ধরা গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক স্বপ্ন দেখতে ভালোবাসেন। অনেক ব্যস্ততার মাঝেও তিনি ফুটবল নিয়ে ভাবেন। বাফুফের সঙ্গে বসুন্ধরা গ্রুপ আছে এবং থাকবে। বিশেষ করে নারী ফুটবলের সঙ্গে।’