ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশন জার্মানির উদ্যোগে ফ্রাঙ্কফুর্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্ট এবং আশেপাশে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নিয়েছেন।
স্মিতা জাহান স্বর্ণার মনোমুগ্ধকর উপস্থাপনায় এবং মেথিয়া মোতালেব ও ফারিজ ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ঈদ পরবর্তী প্রবাসী বাংলাদেশীদের এ মিলনমেলার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন- সংগঠনটির সভাপতি নুরুদ্দিন মিঠু মিঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব, স্থায়ী কমিটির সদস্য খান মান্নান, সোহরাব হোসাইন, মনির হোসাইন, মাহবুবুল আলম, সামাদ মিয়া, লিটন ইসলাম, মিজানুর রহমান মিঠু, মোহাম্মদ আমান, মোহাম্মেদ আজাদ, সাইদুর রহমান মিঠু, মাসুম মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে একের পর এক গান পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন জার্মানি প্রবাসী শিল্পী রিয়াল আনোয়ার, নাতাশা হোসাইন খুশী, রোকন ফয়সাল, এনামুল মোহাম্মেদ, মাতিয়া সরকার। এছাড়াও কৌতুক, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় মুগ্ধ ছিলেন অনুষ্ঠানে অংশ নেওয়া সবাই।
অনুষ্ঠানে ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। ঈদের সাজে জার্মানি প্রবাসী বাঙালি রমণীরা ছিলেন সবার মধ্যমণি। অনুষ্ঠানে নারীদের বালিশ খেলা, বাচ্চাদের নাচ-গানসহ বিভিন্ন খেলাধুলায় দিনভর মেতে ছিলেন সবাই। সব মিলে পুরো অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ।