সম্প্রতি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস নামে একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করেছে। এ সকল বিশ্ববিদ্যালয়ের সনদ তারা গ্রহণ করবে না বলে সংবাদ প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। তবে এ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের তালিকায় একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে।
তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালিকায় নাম থাকা বিশ্ববিদ্যালয়টি নিজেদের নয় বলে দাবি করেছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেছেন, তালিকার কোনোটিই সরকারি বিশ্ববিদ্যালয় ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ নয়।
তিনি বলেন, তালিকার দু’টি নামের কোনোটির বানানই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামের বানানের সাথে মিল নেই। এ বিষয়ে কারও দুশ্চিন্তার দরকার নেই। বিষয়টি স্পষ্ট হতে ইউসিএ’র সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য।
সূএ:বাংলাদেশ প্রতিদিন