প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন করেছেন। এর মধ্যে নাটোর অংশের হরিশপুর বাইপাস মোড় থেকে বনবেল ঘড়িয়া বাইপাস মোড় পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়কেরও উদ্বোধন করা হয়। বুধবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালিভাবে প্রধানমন্ত্রী এই উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন করেন।
আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সড়ক উদ্বোধন প্রত্যক্ষ করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ।
আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।
এ সময় বক্তারা বলেন, বর্তমান জনবান্ধব সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসহ সারাদেশের যোগাযোগের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে দেশব্যাপী দুই হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন করা হলো। এতে করে মানুষের নিরাপদ যাতায়াতের সাথে সাথে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হলো।