চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডেতে পঞ্চম উইকেটে মোহাম্মদ নবি-নাজিবুল্লাহ জুটিতে বড় করছিলো দলীয় ইনিংস। তাদের জুটি ভয়ঙ্কর হয়ে উঠার আগেই সেটি ভাঙলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৬৬ রান।
এখন ৪১ রানে নাজিবুল্লাহ জাদরান এবং ১ রানে মোহাম্মদ নবি অপরাজিত রয়েছেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই মোস্তাফিজুর রহমানের করা বলে সাজঘরে ফেরেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। আউট হওয়ার আগে করেন ৭ রান।
এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ইতিবাচক ক্রিকেট খেলতে থাকেন রহমত শাহ এবং ইব্রাহিম জাদরান। এ সময় দুজন মিলে তুলেন ৪৫ রান। শরিফুল ইসলামের করা বলে রাব্বি স্লিপে ক্যাচ তুলে নিয়ে সাজঘরে ফেরেন ইব্রাহিম। তার সংগ্রহ ১৯ রান।
এদিকে আপনতালে খেলতে থাকা রহমত শাহ তাসকিন আহমেদের বলে কটবিহাইন্ড হন ব্যক্তিগত ৩৪ রানে। আর মোহাম্মদউল্লাহর বলে সাজঘরে ফেরার আগে ২৮ রান তুলেন দলনেতা শহিদী।
একশর মধ্যেই চার উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে আফগানরা। এরপর পঞ্চম উইকেট জুটিতে মোহাম্মদ নবি এবং নাজিবুল্লাহ জাদরানের ৬৩ রানে জুটিতে চাপ সামলে কিছুটা বাড়ে দলীয় স্কোর। ২০ রানে আউট হন নবি।