নওগাঁর মান্দায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মজিবর রহমান (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর ) বেলা ১২টার দিকে উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজারে এই ঘটনাটি ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরু-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
মজিবর রহমান উপজেলার নুরুল্যাবাদ গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।
ওসি নুরু-এ-আলম সিদ্দিকী জানান, মজিবুর রহমান নামে ওই ব্যক্তি তার বাড়ি থেকে পাঁজরভাঙ্গা বাজারে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। পাকা সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এবিষয়ে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।