ধামরাই থানার বাসনা বালু ঘাট বালু সরবরাহের একটি নির্ভরযোগ্য স্থান। উপজেলা সহ অন্যান্য এলাকায় এখান থেকেই উন্নতমানের বালু সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী মহল সরকারি দলের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে বালু লুট করে চলেছে। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে এদের কোনো ধরণের সম্পৃক্ততা নেই।
প্রসঙ্গত, কিছুদিন আগে এই স্থানে সরকারি খাস জমি কেটে বালু বিক্রি করার অভিযোগে সহকারী কমিশনার ভূমি দুই জন কে ১৫ দিনের সাজা প্রদান করেছিলেন। তাদের একজনের নাম মামুন। কারা ভোগের পর সে আবারও মরিয়া হয়ে উঠেছে বালু বিক্রি করার জন্য। আর এব্যাপারে প্রশাসন এবার একেবারে নিরব। ভূমি দস্যুরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহরা দিচ্ছে। এতে সাধারণ মানুষের মনে ভীতি দিন দিন বাড়ছে। দেখার যেন কেউ নেই। এ ব্যাপারে ধামরাই থানা প্রশাসনের হস্তক্ষেপ খুবই জরুরী।
ধামরাই থানাধীন সানোড়া ইউনিয়নের অন্তর্গত বাসনা বালু ঘাটে সরকারি ডিসি আর কাটা না থাকা সত্তেও একদল সন্ত্রাসী অবৈধ ভাব ভেকু দিয়ে বালু কেটে বিক্রি করছে। সরকারী খাস জমির পাশা পাশি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির মাটিও জোর করে কেটে নিয়ে যাচ্ছে এরা। এতে জমিতে থাকা ফসলের ভীষণ ক্ষতি হচ্ছে। জোর করে ফসল বিনষ্ট করে মাটি কাটা হচ্ছে ।
সরেজমিন অনুসন্ধানে কয়েকজনের নাম উঠে এসেছে। এরা হলো- সুইচ খালি গ্রামের রতন, আবুসামা, বাসনা গ্রামের সইদা, বড়াটিয়া গ্রামের মামুন, নরসিংহপুর গ্রামের আব্দুল লতিফ। এদের নেতৃত্বে আরও নাম না জানা বহিরাগত ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উচিয়ে মোটর সাইকেল নিয়ে মহড়া দেয়ায় জন সাধারণের মধ্যে ভীতি বিরাজ করছে।আমাদের সময়.কম