তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাজারে দ্রবমূল্য কমায় জনগণের মাঝে স্বস্তি ফিরেছে। কিন্তু এজন্য বিএনপির অস্বস্তি বেড়ে গেছে, তাই তারা বামদের দিয়ে হরতাল করিয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপি সারা দেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিএনপির কাজই জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানো। পদ্মা সেতু নির্মাণ শুরুর সময় বিএনপি ছেলেধরা গুজব ছড়িয়েছিল। আজকে পদ্মা সেতু তৈরি হয়ে গেছে, এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে এপার থেকে ওপারে গেছেন।
তিনি বলেন, সারা দেশে প্রকৃতপক্ষে বিএনপিকে খুঁজে পাওয়া যায় না। বিএনপি আছে শুধু টেলিভিশনের পর্দায়। টেলিভিশনের সাংবাদিকরাই মূলত বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। তারা মাঝে মাঝে দুই-একটি সমাবেশ করে। সেই সমাবেশে আবার নিজেরা নিজেরা মারামারি করে।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করার জন্য সারা দেশে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসছে। এতে আগামী নির্বাচনে আমরা আবারও ২০০৮ সালের মতো ধস নামানো বিজয় নিশ্চিত করবো।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি প্রমুখ।