যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাক্স। বিশ্বের কোথাও এর কোনো শাখা নেই। কিন্তু ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প নামে একটি বিজ্ঞপ্তিতে ছয় হাজার ৪৭২ পদে লোক নিয়োগের কথা বলা হয়। আর তাতে জানানো হয়, সেটি বাংলাদেশ সরকারের অনুমোদিত। অন্যদিকে একই সাথে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নামে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে জানানো হয়, এক হাজার ৯৪৪টি পদে লোক নেওয়া হবে। অনেকে এই দুই বিজ্ঞপ্তি দেখে আবেদনও করে। এভাবে আমেরিকার গোয়েন্দা সংস্থা ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের নামে একটি প্রতারক চক্র ড্রাফটের নামে ১৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
বিষয়টি অনেকের অজানা ছিল। কিন্তু কিছু ব্যক্তির সেটি নিয়ে সন্দেহ দেখা দিলে তারা বিষয়টি গোয়েন্দা পুলিশকে অবগত করে। আর তা তদন্ত করতে নেমে ডিবি দেখতে পায় এটি একটি প্রতারক চক্র।
অবশেষে সেই প্রতারক চক্রের তিন সদস্যকে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- আজিজুল হাডান ওরফে এমরান (৫১), বিউটি আকতার (৩৫) ও গিয়াস উদ্দিন পিয়াস (৩০)। এসময় তাদের কাছ থেকে ১৯ লাখ টাকা ও চাকরি দেওয়ার নামে ভুয়া বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিবির প্রধান হারুন অর রশীদ।
ডিবিপ্রধান জানান, চক্রটি খুব চালাক। তারা দুটি প্রতিষ্ঠানের নামে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল। এরপর সেই বিজ্ঞাপন দেখে অনেকেই আবেদন করে। কিন্তু কারও কোনো লেটার আসেনি। তারা চাকরির আবেদনের সাথে ১০০ থেকে ১৫০ টাকা করে নেয়। আর তারা এই টাকা সোনালী ব্যাংকের চালানের মাধ্যমে তুলে নিয়েছিল।
ডিবি জানায়, এসব টাকা হাতিয়ে নেওয়ার পরই তারা আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে একজন থানায় অভিযোগ করেন। ডিবি তদন্ত করতে নেমে দেখতে পায় প্রতিষ্ঠান দুটির নামে ভুয়া বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।
হারুন জানান, তারা মিরপুর-১০ নম্বরের ৬ নম্বর সড়কের ১৫ নম্বর বাসাটি ভাড়া নেয়। ওই বাসার মালিক একজন মার্কিন প্রবাসী। তিনি বিষয়টি জানতে পেরে কাফরুল থানায় জিডি করেন। এ ঘটনায় মামলা হয়েছে। এর সাথে বাকিদের খোঁজা হচ্ছে। তাদেরকেও গ্রেফতার করা হবে।
ডিবি প্রধান বলেন, তারা প্রতারণার জন্যই সরকারি সেই ব্যাংকে হিসাব খুলেছিল। ব্যাংক কর্তৃপক্ষ তাদের কোনো ডকুমেন্টস রাখেনি। তারা প্রতারণার উদ্দেশ্যেই ব্যাংকে হিসাব খুলে টাকা তুলে নিয়েছিল। সূএ: ঢাকা মেইল ডটকম