দেশে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
সোমবার বিকেলে দুই জেলাজুড়ে এ শিলাবৃষ্টি হয়।
লালমনিরহাট প্রতিনিধি জানান, সোমবার বিকেলে হঠাৎ জেলার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। মেঘের গর্জনের সঙ্গে মাঝারি আকারের শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টি বর্ষণ চলে কয়েক মিনিট। এতে জেলার পাঁচটি উপজেলায় শিলাবৃষ্টিতে আলুসহ সরিষা, গম ও তামাক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
তবে জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় শিলাবৃষ্টি না হলেও শিলাবৃষ্টি কালীগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষতি করেছে। আদিতমারী ও সদর উপজেলার আংশিক শিলাবৃষ্টির কবলে পড়ে।
তিস্তাচরের কৃষক রমজান শেখ বলেন, চলতি মৌসুমে পেঁয়াজ বীজের খেতে প্রথমে পরাগায়ন সংকট দেখা দেয়। পরে ১২ হাজার টাকা খরচ করে খেতে মৌমাছির কৃত্রিম বাসা তৈরি করে এ সমস্যার কিছুটা সমাধান করলেও দুই দফা ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষেত লন্ডভন্ড হয়ে গেল। এখন ক্ষেত থেকে ১০ কেজি বীজও পাব কিনা শঙ্কায় আছি।
তিনি আরো বলেন, এ বছর টাকা খরচ করেছি। নিয়মিত পরিচর্যায় জমিতে পেঁয়াজের থোকাও হয়েছিল বেশ ভালো। তামাকও বেশ ভালো হয়েছিল। কিন্তু শিলাবৃষ্টিতে পুরো ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে ১ লাখ ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামীম আশরাফ বলেন, হঠাৎ করে ফাল্গুন মাসে শিলাবৃষ্টিতে উঠতি আলু, সরিষা, গম ও তামাকসহ মাঠে থাকা নানা ফসলের ক্ষতির আশঙ্কা করছি। তালিকা করলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।
এদিকে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতিসহ অনেকের ঘরের চালা ফুটো হয়ে গেছে। সোমবার বিকেল ৪টায় হঠাৎ জেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ঝরে বড় বড় শিলা।
শিলাবৃষ্টিতে বসতঘরের টিন ফুটো হয়ে যাওয়া সদর উপজেলার বাসিন্দা আমেনা বেগম বলেন, হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলা পড়া শুরু হলে আমার একমাত্র থাকার ঘরটি শিলার আঘাতে বিভিন্ন জায়গায় ফুটো হয়ে গেছে। ঘরের ভেতর এখন পানি পড়ছে ।
সদর উপজেলার ভুল্লী এলাকার মামুন বলেন, বৃষ্টির সঙ্গে শিলা পড়ায় অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে এবং সম্পদ নষ্ট হয়েছে।
রুহিয়া এলাকার কৃষক আমিরুল ইসলাম বলেন, হঠাৎ বৃষ্টিতে আমাদের ফসল ক্ষতির মুখে পড়েছে। বৃষ্টির সঙ্গে শিলা পড়ায় কারণে ভালো ফলন পাওয়ার আশা করা যাচ্ছে না। সেই সঙ্গে আমার আম বাগানের কুঁড়িগুলোও নষ্ট হয়ে গেলো।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির কারণে গমের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সরেজমিনে গিয়ে আমরা বিস্তারিত জানাতে পারব।
সূএ:ডেইলি বাংলাদেশ ডটকম