রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের আগুন দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আজ দুপুর ২টা ৮ মিনিটে হোটেলটিতে আগুন লাগে। বিষয়টি জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম।
তিনি জানান, লা মেরিডিয়ান হোটেলের নিচতলা লভি ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।