গত কয়েকদিন ধরেই রাজধানীতে যানজট বেড়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। লক্ষ্য করা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর থেকে রাস্তায় যাত্রী সংখ্যা বেড়ে গেছে। পাশাপাশি মেট্রোরেল, ঢাকা উড়াল সেতু, বিভিন্ন স্থানে সড়ক নির্মাণ ও প্রশস্তকরণ কাজের জন্য চলাচলের রাস্তা কমে গেছে রাজধানীতে। যার ফলে সৃষ্টি হচ্ছে এই যানজট।
বুধবার সকাল ৭টার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে যানজট। মিরপুর, জাতীয় প্রেসক্লাব, মৌচাক,মগবাজার,বেইলী রোড, মতিঝিল,কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, তালতলা, বিজয় সরণি, খামারবাড়ি, ফার্মগেট এসব পথে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
সিএনজিচালিত এক অটোরিকশাচালক বলেন, সাধারণত দিনে ৩-৪ হাজার টাকা আয় করি। কিন্তু গত চারদিন ধরে রাজধানীতে যানজটের কারণে এক হাজার টাকাও আয় করতে পারছি না।
শিলা নামে এক যাত্রী বলেন, সাড়ে ৭টায় অফিসের জন্য বের হয়েছি। ৩০ মিনিটের রাস্তা। অথচ, যানজটের কারণে পৌঁছাতে সময় লেগেছে ১ ঘণ্টা।
এদিকে, মেট্রোরেল প্রকল্পের জন্য চলাচলের রাস্তা প্রায় অর্ধেক কমে গেছে। প্রকল্পের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল করছে সংকীর্ণ সড়ক দিয়ে। ফলে ওইসব রাস্তায় যানজটের সৃষ্টি হয়। সূএ:বাংলাদেশ জার্নাল