দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় মটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন নামে ইউপির সাবেক সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একই ইউপির বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম।
নিহত ইসমাইল হোসেন (৫৭) বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং সুজালপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
আহত নুরুল ইসলাম(৫৫) একই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং মুড়িয়ালা গ্রামের মৃত বাহার উদ্দিন শাহের ছেলে।
শুক্রবার রাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের গোয়ালপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ মহসীন জানান, আহত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।,