আজ উদ্ধোধন হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের(পিএসএল) ষষ্ঠ আসর। এবারের আসরের প্রথম ম্যাচে মাঠে নামবে করাচি কিংস ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আর করোনাভাইরাস সংক্রমণের পর এবারই প্রথম মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন দেশটির ক্রিকেটপ্রেমী জনগণ।
তবে পিএসএলের ম্যাচগুলোতে স্বল্প পরিসরে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। ধারণক্ষমতার ২০ ভাগ দর্শক মাঠে খেলা উপভোগ করতে পারবেন। তবে তাদের সামাজিক দূরত্ব মেনে মুখে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। ২০ ভাগ দর্শক প্রবেশের অর্থ আজ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন ৭ হাজার ৫০০ জন।
এ বিষয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ বলেন, ‘এটা খুব ভালো খবর যে আমরা দীর্ঘদিন পর নিজেদের দর্শকদের সামনে খেলতে পারব। দর্শর ছাড়া মাঠে ক্রিকেট খেলতে কোনো মজাই নেই।’
পিসিবির চেয়ারম্যান এহসান মানির বিশ্বাস বলেন, ‘সব কিছু সুন্দরভাবেই আয়োজন করা যাবে।’ তিনি বলেন আরো বলেন, ‘কোভিড-১৯ এবং ক্রিকেট একসঙ্গেই হতে পারে, যদি আমরা সঠিক প্রটোকল মেনে চলতে পারি।’
উল্লেখ্য, এখন পর্যন্ত মোট পাঁচবার পিএসএল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। এর মধ্যে সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইসলামাবাদ ইউনাইটেড। এ ছাড়া একবার করে শিরোপা স্বাদ পেয়েছে পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং করাচি কিংস। এখন সর্বোচ্চ যথাক্রমে তিনবার করে ফাইনাল খেলেছে যথাক্রমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং করাচি কিংস। আর ফাইনাল খেলেও এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি লাহোর কালান্দার্স।