নবাবগঞ্জে তিন হাজার ১৬০টি ইয়াবা ও ১৩৫ গ্রাম হেরোইনসহ মোহাম্মদ আজাদ (৪৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার নবাবগঞ্জের দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ(১৩ সেপ্টেম্বর) র্যাবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তার কাছ থেকে ২২ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের তিন হাজার ১৬০টি ইয়াবা ও ১৩৫ গ্রাম হেরোইনসহ একটি মোবাইলফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানায়, গ্রেফতার আজাদ একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কয়েক দিন ধরেই নবাবগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।