ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। আটককৃতরা হলেন সিরাজগঞ্জ সদর থানার গোরাচালা এলাকার নজরুল ইসলামের স্ত্রীর ফাতেমা আক্তার ( ৩৭), কালিয়াকৈর উপজেলার হিজলহটি এলাকার হাবিব হোসেনের ছেলে সজিব হোসেন (১৮), বগুড়া জেলার শেরপুর থানার বাঘা বটতলার এলাকার ফয়েজ মিয়ার ছেলে ককটেল হোসেন (২০)।
বৈষম্য বিরোধী ছাত্রদের সূত্রে জানা গেছে, উপজেলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্ররা অভিযান করে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে আটকৃতদের চন্দ্রা মোড়ে পুলিশ বক্সে আটক করে রাখেন বৈষম্যবিরোধী ছাত্ররা।
কালিয়াকৈর ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মেহেদী হাসান জানান, মাদক ব্যবসায়ী তিনজনকে আটক করে রাখা হয়েছে, তারা বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করতেন বলে জানা গেছে।