ছবি সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের অধিনায়কত্বে প্রথমবারের মত শিরোপা জিতে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের আসন্ন আসরেও দেশসেরা এই ওপেনারই দলটির অধিনায়কের দায়িত্বে থাকবেন।
ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন তামিম। আগামী বিপিএলেই তাকে আবার দেখা যাবে মাঠ মাতাতে। এবারও তামিমের কাঁধেই থাকছে বরিশালের ভার।
নিজেদের ফেবসুক পেজে দেয়া এক বিবৃতিতে তামিমের অধিনায়কত্ব করার বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।
আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। আর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। রাজনৈতিক পট পরিবর্তনে বিপিএলের আসরে অংশ নিচ্ছে না চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।
এবারের টুর্নামেন্টও অংশ নিবে ৭টি ফ্র্যাঞ্চাইজি। তবে পরিবর্তন এসেছে তিনটি দলে। গত বিপিএলের পরই জানা গিয়েছিল এবারের আসরে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের পরিবর্তে বিপিএলে ফিরছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দলটির নাম রাখা হয়েছে দুর্বার রাজশাহী। সূএ:ঢাকা মেইল ডটকম