রোখসানা রিমি:
প্রত্যেক মানুষের মনে প্রেম থাকে।
সৌন্দর্য থাকে। অনুভূতি থাকে।
কারো থাকে অঙ্কুরে। কারো থাকে
মনের কোণে। কারো থাকে চিন্তায়।
কারো থাকে মননে। আবার কারো
থাকে কষ্টের নিরাশায় সিক্ত হয়ে….
আমার আকাশটা বেদনার আঁচলে
পেঁচিয়ে হতাশার নিঃশ্বাস ছাড়ে।
ফুলের স্নিগ্ধতা আর ভোরের শুভ্রতা
চেয়ে চেয়ে অনুভূতির ঝলমলে চুল
সাদা হয়ে যায় তবু আশা ছাড়ে না।
অবুঝ আকাশ সবুজের নৈকট্য খোঁজে ….
শীতকে তাড়িয়ে বরাবর বসন্ত আসে।
বার বার আসে। মনের অরণ্যে ফুলেরা
সাজে রাধার শিহরণে। পাখিরা গায়।
অবিশ্বাসের কুঠারে আহত বাতাসও
সাক্ষী হতে চায় কোন স্বর্ণালি স্বপ্নের।
সখি, তবুও আমার ভালবাসা হয় না!
পশ্চিম কাজীপাড়া
মিরপুর, ঢাকা।