কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তার নাম মো. ইকবাল (৫১)।
আজ (১০ ফেব্রুয়ারি) ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সকাল পৌনে নয়টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কারারক্ষী মো. শাকিল জানান, নিহত ব্যক্তি কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত ছিলেন। ভোরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে কারাগারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসকরা তাকে দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপসতাল মর্গে রাখা হয়েছে। তার বিস্তারিত এখনো জানা যায়নি।