ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে ঢাকা জেলার অধীন দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলার নেতাকর্মীদের মধ্যে।
দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সম্মেলন শুরু হবে। এ উপলক্ষে সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রধান অতিথি থাকবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বরে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
এদিকে, আওয়ামী লীগ আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে জনসভা করবে। এছাড়া ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়।