ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল হক মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
নুরুল হক মিয়ার ছেলে মাওলানা এহসানুল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার বাবা হাইপ্রেসার, ডায়াবেটিসসহ বার্ধ্যজনিত রোগে ভুগছিলেন।
প্রফেসর নুরুল হক মিয়া ছিলেন দেশের প্রখ্যাত আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মেয়ের জামাতা। তার দুই ছেলে ও ছয় মেয়ের সবাই কুরআনে কারিমের হাফেজ।
কেমিস্ট্রির খ্যাতিমান এই প্রফেসরের অন্তত সাতটি বই উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের পাঠ্যসূচিভুক্ত।
নুরুল হক মিয়া ১৯৪৪ সালের ১ জুলাই গাজীপুরের শ্রীপুরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। ১৯৬৯ এ শিক্ষকতার পেশায় যোগ দিয়ে অধ্যাপনা করেছেন সিলেট এমসি কলেজ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ, টাঙ্গাইল করোটিয়া কলেজ, ঢাকা বিজ্ঞান কলেজ, জগন্নাথ কলেজে।
প্রায় দীর্ঘ এক যুগ ছিলেন ঢাকা কলেজে। এর মধ্যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড ছিলেন চার বছর। সর্বশেষ ২০০১ সালে তিনি ঢাকা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন।