ঢাকার বোটানিক্যাল গার্ডেনে ছুরিকাঘাতে এক নারীকে খুনের অভিযোগে তার সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নারীর নাম ফারজানা আফরিন তুলির (২২)।
রবিবার (০১ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই নারীর সাবেক স্বামী সাইদুল ইসলামকে (৩০) স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের জুলাইয়ে তুলির সঙ্গে সাইদুলের বিচ্ছেদ হয়। দিনমজুর সাইদুল থাকেন ময়মনসিংহে। তুলি ঢাকার মোহাম্মদুপুরের বছিলায় থাকতেন। রবিবার বিকাল ৫টার দিকে বোটানিক্যাল গার্ডেনে সাইদুল ও তুলি বেড়াতে যায়। এক পর্যায়ে সাইদুল তুলির গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা সাইদুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি আরও বলেন, পারিবারিক বিরোধ থেকে গত জুলাই মাসে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। কিছুদিন আগে থেকে তারা নিজেদের মধ্যে আবার যোগাযোগ রেখে চলছিল। এই যোগাযোগের সূত্র ধরে সাইদুল বোটানিক্যাল গার্ডেনে তুলিকে ডেকে আনে।