ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবে বিএনপির একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে থাকছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
আজ সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এদিন বিকেল ৩টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে।
বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ডিএমপি প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পা দিয়েছে চলতি বছরের ২ ফেব্রুয়ারি। তবে নানা আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপন হচ্ছে শনিবার।
বেলা ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানমালা। শোভাযাত্রায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব স্তরের পুলিশ সদস্য অংশ নেবেন। এতে যুক্ত থাকবে ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী ও ব্যান্ড দল, ডগ স্কোয়াড, সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিটসহ অন্যান্য ইউনিট।
১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় ডিএমপি। বর্তমানে ডিএমপিতে ৫৭টি বিভাগ ও ৫০টি থানা রয়েছে। এতে একজন পুলিশ কমিশনার, ছয়জন অতিরিক্ত পুলিশ কমিশনার, ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৫৭ জন উপ-পুলিশ কমিশনারসহ প্রায় ৩৪ হাজার পুলিশ সদস্য কর্মরত।