করোনা টিকার অন্তত এক ডোজ না নিলে আগামী ১ মার্চ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে কোনো ধরনের সেবা পাওয়া যাবে না বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে প্রচারাভিযানে এ তথ্য জানান মেয়র। ২৬ ফেব্রুয়ারি (শনিবার) এক দিনে ১ কোটি টিকা দেওয়ার কার্যক্রম সফল করতে এ প্রচারাভিযান চালানো হয়।
ডিএনসিসির মেয়র বলেন, ‘আমরা এতদিন বলেছি, ‘‘নো মাস্ক, নো সার্ভিস’’। আজ থেকে ‘‘নো টিকা, নো সার্ভিস’’ চালু করতে যাচ্ছি। ডিএনসিসিতে যারা সার্ভিস নিতে আসবেন, টিকা সনদ ছাড়া তাদের কোনো সার্ভিস দেওয়া হবে না। সেবা গ্রহণকারীকে অন্তত এক ডোজ টিকা নিতে হবে।
দোকান মালিকদের উদ্দেশে মেয়র বলেন, ‘দোকানের কর্মচারীদের টিকা নেওয়া আছে, এমন একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেবেন দোকানে। এটা দেখাতে হবে।’
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৪৮৬টি বুথে টিকা দেওয়া হবে। ১৮ বছরের নিচের বাচ্চাদের জন্য একটি আলাদা করে বুথ থাকবে। তারা সেখানে টিকা নিতে পারবে।
আমি সবাইকে অনুরোধ করব, আপনারা টিকা নিন। নিজে সুরক্ষিত থাকুন, অন্যদের সুরক্ষা দিন।
প্রচারাভিযানে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ অনেকে।,