টেস্টে অধিনায়কত্বের প্রস্তাব পেয়ে কেন ফিরিয়ে দেন বুমরাহ?

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে বোর্ডের পছন্দ ছিল জসপ্রীত বুমরাহ, শুভমান গিল ও শ্রেয়াস আইয়ার। ধারাবাহিক খেলছেন এমন কোনো সিনিয়র নয়তো সম্ভাবনাময় কোনো জুনিয়রের কাঁধেই অধিনায়কত্বের ভার তুলে দিতে চাইছিল বোর্ড অব ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। টেস্টের অধিনায়ক ইস্যুতে এর বাইরে যেতে চায়নি বিসিসিআই। তবে ওই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনাও হচ্ছে, সমালোচিতও হয়েছে ভারতের বোর্ড।

 

কদিন আগে বিসিসিআই জানায়, সাদা পোশাকে তাদের নতুন অধিনায়ক শুভমন। বাকি দুজন বাদ পড়েন। এছাড়া, কোচ গৌতম গম্ভীরের দলে জায়গা পাননি একঝাঁক সিনিয়র ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে হুট করেই দল ছাড়েন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর নেতৃত্ব পাননি বুমরাহ। তাতেই কেউ কেউ ভারতীয় দলে গম্ভীরের আধিপত্য নিয়ে প্রশ্ন তোলেন।

 

তবে বুমরাহ জানান, আসলে অমন কিছুই হয়নি। উল্টো তাকে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ফিটনেসের কারণে সেটি ফিরিয়ে দিয়েছেন তিনি। যদিও গম্ভীর শুরু থেকেই বলে আসছিলেন যে, দলের নেতৃত্বে জুনিয়র কাউকেই চান তিনি।

 

তবে, সিনিয়রদের বাদ দেওয়ার যে কথা চলছে, সেটি মানতে চান না বুমরাহ। নিজের ক্যারিয়ার বাড়ানোর জন্যই নেতৃত্ব নিতে চাননি পিঠের চোট থেকে ফেরা এই পেসার।

 

বুমরাহ বলেন, রোহিত ও কোহলির অবসরের পর আমি বিসিসিআইয়ের সঙ্গে কথা বলি। তখন আইপিএল চলছিল। বোর্ডকে পাঁচটি টেস্ট ম্যাচের ওয়ার্কলোড নিয়ে বলেছি। আমার চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছি। সেখান থেকে একটা সিদ্ধান্তে আসি যে, আমাকে একটু বুদ্ধি করে খেলতে হবে।

 

ভারতের নেতৃত্ব ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগারকরও বলেছিলেন, ওয়ার্ক লোডের কারণে নেতৃত্বে নেই বুমরাহ। সেই কথার প্রমাণ দিয়েছেন ভারতের তারকা পেসার, বিসিসিআইকে বলেছিলাম নেতৃত্বের কথা ভাবছি না। কারণ সেখানে সব কয়টি টেস্ট ম্যাচ খেলতে পারব না। যে তিনটি টেস্ট খেলবে তাতে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। বরং তারচেয়ে যে সব টেস্ট খেলবে, সেই অধিনায়ক হোক। আমি সব সময় দলকে আগে রাখতে চেয়েছি।

 

ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট খেলবে ভারত। গিলের নেতৃত্বে দলও ইতোমধ্যে কঠোর অনুশীলন করছে। ভারতের সাদা পোশাকের দীর্ঘ সিরিজটি শুরু হবে ২০ জুন। লিডসে শুরু হওয়া সিরিজ শেষ হবে ওভালে। পঞ্চম টেস্টটি দ্য ওভালে শুরু হবে জুলাইয়ের ৩১ তারিখে। এখনো ওই সিরিজের জন্য দল ঘোষণা করেনি ইংল্যান্ড।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শাপলা ছাড়া আমাদের কোনো অপশন নাই : নাসির উদ্দিন পাটোয়ারী

» ‘শাপলা’ নিয়ে অনড় এনসিপি, প্রতীক তালিকা থেকে ‘নৌকা’ বাদ দেওয়ার দাবি

» তারেক রহমানের সম্পর্কে কুরুচিপূর্ণ স্লোগানের উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা রাজপথে নামুন: ফজলুর রহমান

» আরও ২ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ

» যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা

» বিশ্বের সবচেয়ে ছোট ১০ বিমানবন্দর

» স্বামীর হাস্যকর নাচ নিয়ে ট্রল করে যা বললেন কাজল

» এসএসসিতে পাস করা সব শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকবে সাড়ে ১৩ লাখ আসন

» মালবাহী এক ট্রাকের চাপায় মুদি ব্যবসায়ী নিহত

» ‘এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল’

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টেস্টে অধিনায়কত্বের প্রস্তাব পেয়ে কেন ফিরিয়ে দেন বুমরাহ?

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে বোর্ডের পছন্দ ছিল জসপ্রীত বুমরাহ, শুভমান গিল ও শ্রেয়াস আইয়ার। ধারাবাহিক খেলছেন এমন কোনো সিনিয়র নয়তো সম্ভাবনাময় কোনো জুনিয়রের কাঁধেই অধিনায়কত্বের ভার তুলে দিতে চাইছিল বোর্ড অব ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। টেস্টের অধিনায়ক ইস্যুতে এর বাইরে যেতে চায়নি বিসিসিআই। তবে ওই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনাও হচ্ছে, সমালোচিতও হয়েছে ভারতের বোর্ড।

 

কদিন আগে বিসিসিআই জানায়, সাদা পোশাকে তাদের নতুন অধিনায়ক শুভমন। বাকি দুজন বাদ পড়েন। এছাড়া, কোচ গৌতম গম্ভীরের দলে জায়গা পাননি একঝাঁক সিনিয়র ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে হুট করেই দল ছাড়েন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর নেতৃত্ব পাননি বুমরাহ। তাতেই কেউ কেউ ভারতীয় দলে গম্ভীরের আধিপত্য নিয়ে প্রশ্ন তোলেন।

 

তবে বুমরাহ জানান, আসলে অমন কিছুই হয়নি। উল্টো তাকে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ফিটনেসের কারণে সেটি ফিরিয়ে দিয়েছেন তিনি। যদিও গম্ভীর শুরু থেকেই বলে আসছিলেন যে, দলের নেতৃত্বে জুনিয়র কাউকেই চান তিনি।

 

তবে, সিনিয়রদের বাদ দেওয়ার যে কথা চলছে, সেটি মানতে চান না বুমরাহ। নিজের ক্যারিয়ার বাড়ানোর জন্যই নেতৃত্ব নিতে চাননি পিঠের চোট থেকে ফেরা এই পেসার।

 

বুমরাহ বলেন, রোহিত ও কোহলির অবসরের পর আমি বিসিসিআইয়ের সঙ্গে কথা বলি। তখন আইপিএল চলছিল। বোর্ডকে পাঁচটি টেস্ট ম্যাচের ওয়ার্কলোড নিয়ে বলেছি। আমার চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছি। সেখান থেকে একটা সিদ্ধান্তে আসি যে, আমাকে একটু বুদ্ধি করে খেলতে হবে।

 

ভারতের নেতৃত্ব ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগারকরও বলেছিলেন, ওয়ার্ক লোডের কারণে নেতৃত্বে নেই বুমরাহ। সেই কথার প্রমাণ দিয়েছেন ভারতের তারকা পেসার, বিসিসিআইকে বলেছিলাম নেতৃত্বের কথা ভাবছি না। কারণ সেখানে সব কয়টি টেস্ট ম্যাচ খেলতে পারব না। যে তিনটি টেস্ট খেলবে তাতে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। বরং তারচেয়ে যে সব টেস্ট খেলবে, সেই অধিনায়ক হোক। আমি সব সময় দলকে আগে রাখতে চেয়েছি।

 

ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট খেলবে ভারত। গিলের নেতৃত্বে দলও ইতোমধ্যে কঠোর অনুশীলন করছে। ভারতের সাদা পোশাকের দীর্ঘ সিরিজটি শুরু হবে ২০ জুন। লিডসে শুরু হওয়া সিরিজ শেষ হবে ওভালে। পঞ্চম টেস্টটি দ্য ওভালে শুরু হবে জুলাইয়ের ৩১ তারিখে। এখনো ওই সিরিজের জন্য দল ঘোষণা করেনি ইংল্যান্ড।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com