মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় গ্রেপ্তার মাসুমকে হেফাজতে নিয়ে ৭ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
সোমবার দুপুরে মাসুমের উপস্থিতিতে আদালতে গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বিরুদ্ধে ১৫ দিন রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্যমহানগর হাকিম তোফাজ্জল হোসেন ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিএমএম আদালতের শাজাহানপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা জামাল হোসেন জানান, দুপুর ১টার দিকে মাসুমকে আদালতে আনা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে দুপুরে রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হয়।
গত ২৪ মার্চ রাতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যাকাণ্ডের পরদিন তার স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি মামলা করেন। পরে গত শনিবার রাতে বগুড়া থেকে মাসুম মোহাম্মাদ আকাশকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।