বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে ঢাকা ও চট্টগ্রাম পর্ব শেষে গতকাল মাঠে গড়িয়েছে সিলেট পর্বের খেলা। আজ দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বি।
এবারের বিপিএলে দীর্ঘ দিন পর মাঠে নামতে যাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। চোট কাটিয়ে কুমিল্লা শিবিরে ফিরেছেন এই বাঁহাতি বোলার। অপরদিকে খুলনা দলে সুযোগ পেয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।
খুলনা টাইগার্স একাদশ: ইয়াসির আলী রাব্বী (অধিনায়ক), তামিম ইকবাল খান, শেই হোপ, মাহমুদুল হাসান জয়, আজম খান, অ্যান্ড্রু বালবির্নি , মোহাম্মদ সাইফ উদ্দীন, নাহিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ, নাহিদ রানা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, জনসন চার্লস, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম, নাসিম শাহ।