ঝালকাঠির নলছিটিতে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ বায়েজিদ খলিফা (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক বায়েজিদ শহরের সবুজবাগ এলাকার হালিম খলিফার ছেলে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার গার্লস স্কুল রোড থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন।
ওসি মাইনউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েজিদ খলিফাকে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।